Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়া সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের প্রতীক: কবীর আহমেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ২৩:০৬

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া।

ব্রাহ্মণবাড়িয়া: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের প্রতীক’ বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া।

তিনি বলেন, ‘দেশমাতা বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির এক অপরিহার্য জাতীয় নেতা ও রাজনৈতিক অঙ্গনের টার্নিং পয়েন্ট। মানবমুক্তির অগ্রদূত এই নেত্রী ফের প্রমাণ করেছেন— তিনি দেশের মানুষের হৃদয়ের মানুষ।’

রোববার (৭ ডিসেম্বর) আখাউড়া উপজেলাধীন ঐতিহ্যবাহী খড়মপুর শাহ পীর কল্লা শহিদ দরগাহ শরীফ মাঠে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত বিশাল দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আবদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমদ খান পিপি, আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূইয়া, কসবা পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম ভূঁইয়া, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক আকতার খান, সিনিয়র সহসভাপতি কাউন্সিলর বাহার, উপজেলা বিএনপির সহ সভাপতি জালাল উদ্দিন জালু ও এলাই মিয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মোহসীন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আমজাদ খান, সদস্য সচিব বাহাদুর তিতাস, পৌর যুবদলের আহ্বায়ক জাবেদ আহমেদ, সদস্য সচিব নয়ন ভূঁইয়া, বিএনপি নেতা সোহেল খান খাদেম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান খান সানি, সাবেক আহ্বায়ক ইমরান মোল্লা, সদস্য সচিব মোবারক মিয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তব্যে আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া আরও বলেন, ‘জাতীয় ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি শুধু সাবেক প্রধানমন্ত্রী নন, জাতির অভিভাবক ও একজন সত্যিকারের মুরব্বি। দেশের সংকটময় সময়গুলোতে তিনি জনগণের ভরসা। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে পারেন।’

দোয়া মাহফিল শেষে খরমপুর দরগাহ শরীফে শতাধিক মুসল্লি, ফকির ও অসহায় মানুষের মাঝে তোবারক বিতরণ করা হয়। প্রধান অতিথি কবীর আহমেদ ভূইয়া জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে দরগাহ জিয়ারত করেন। পরে দরগাহ শরীফের প্রধান ইমাম দোয়া-মোনাজাত পরিচালনা করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর