Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুরে ল্যাবরেটরি স্কুলের পিঠা উৎসবের পর্দা নামল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ০০:২১

পিরোজপুর: জেলার ল্যাবরেটরী স্কুলের আয়োজনে দুই দিনব্যাপী পিঠা উৎসবের পর্দা নামল আজ রোববার (৭ ডিসেম্বর)। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত উৎসবের শেষ দিনের অনুষ্ঠান চলে প্রাণবন্ত পরিবেশে। স্টলগুলোতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া উপস্থিতি।

এবারের উৎসবে অংশ নেয় মোট ৭টি স্টল- সান্তাস কেক শপ, ক্ষুদে উদ্যোক্তা পিঠা ঘর, এনআর পয়েন্ট, টেস্টি কেক বাই অনু, ক্যারী ফ্যামিলি এবং পিএলএস এডমিন। নানা স্বাদের হোমমেড কেক ও ঐতিহ্যবাহী পিঠার সমারোহ দর্শনার্থীদের মুগ্ধ করে। কেক-পিঠার স্বাদ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন আগত অতিথিরা।

শেষ দিনে উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে আয়োজন করা হয় লাকি কুপনের ড্র। এছাড়া পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। শিক্ষক, অভিভাবক ও দর্শনার্থীরা মেতে ওঠেন এক আনন্দঘন মুহূর্তে।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের অধ্যক্ষ রহিমা আফরোজ মিলি বলেন, ‘শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতেই আমাদের এই পিঠা উৎসব। দুই দিন ধরে সবার যে আন্তরিক অংশগ্রহণ পেয়েছি, তাতে আমরা অত্যন্ত আনন্দিত।’

পিরোজপুর ল্যাবরেটরী স্কুলটি জেলার প্রথম ইংরেজি ভারসন স্কুল হিসেবে ২০২৬ সাল থেকে পিরোজপুর পৌরসভার মেটানিটি রোডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। ১৯৮৯ সালের এসএসসি ব্যাচের ২৮ জন বন্ধুর উদ্যোগে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর