সময়টা একেবারেই ভালো যাচ্ছে না তাদের। লা লিগা কিংবা চ্যাম্পিয়নস লিগ, রিয়াল মাদ্রিদ ধুঁকছে সব টুর্নামেন্টেই। এবার ঘরের মাঠে বড় ধাক্কা খেল রিয়াল। পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা সেল্টা ভিগোর কাছে ২-০ গোলে হেরে লা লিগার শিরোপা লড়াইয়ে বেশ পিছিয়ে পড়লেন এমবাপে-ভিনিসিয়াসরা।
সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানোর টার্গেট নিয়ে মাঠে নেমেছিল রিয়াল। প্রথমার্ধে অবশ্য বেশ কিছু সুযোগ পেলেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। গোলের সুযোগ এসেছিল সফরকারী সেল্টার সামনেও। গোলশূন্যভাবেই শেষ হয় হাফ টাইমের খেলা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়াল স্তব্ধ করে এগিয়ে যায় সেল্টা। ভিলিয়ত সোয়েবার্গের দারুণ এক গোলে লিড নেয় তারা। ৬৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়ালের ফ্রান গারসিয়া। ৯২ মিনিটে লাল কার্ড দেখেন রিয়ালের ক্যারেয়াস। বেঞ্চ থেকে লাল কার্ড দেখেছেন এন্ড্রিকও।
৯ জনে পরিণত হওয়া রিয়াল আবার গোল হজম করে ম্যাচের অন্তিম মুহূর্তে। ৯৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে সেল্টার ঐতিহাসিক এক জয় নিশ্চিত করেন ভিলিয়ত।
শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেল্টা ভিগো। ২০০৬ সালের পর এই প্রথম রিয়ালের মাঠে জিতলেন তারা। ২০১৪ সালের মে মাসের পর প্রথমবার লা লিগায় রিয়ালকে হারাতে পারল সেল্টা, মাঝে জয়হীন ছিল ২২ ম্যাচে।
এই হারে ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল রিয়াল। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা।