Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কম্বোডিয়ায় থাইল্যান্ডের বিমান হামলা, এক সেনাসদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৫ ১০:৩০ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৫ ১১:১১

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে সীমান্তে নতুন করে সংঘর্ষ হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে থাইল্যান্ডের সেনারা কম্বোডিয়া সীমান্ত এলাকায় বিমান হামলা চালায়। এতে এক থাই সৈনিক নিহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, নিজেদের মধ্যে বিতর্কিত সীমান্তে সর্বশেষ সংঘর্ষের পর এই বিমান হামলা চালানো হয়েছে। সীমান্তে সংঘাতের জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে।

থাই সেনাবাহিনীর মুখপাত্র উইনথাই সুভারে এক বিবৃতিতে বলেছেন, আজ ভোরে উবন রাতচাথানি প্রদেশ থেকে সেনাবাহিনী রিপোর্ট পেয়েছে থাই সৈন্যরা অস্ত্রের গুলিতে আক্রান্ত হয়েছে এবং এর ফলে একজন সৈনিক নিহত এবং চারজন আহত হয়েছে।

বিজ্ঞাপন

উইনথাই আরও বলেছেন, কম্বোডিয়ার বাহিনীর আক্রমণ প্রতিহত করার জন্য থাইল্যান্ড কম্বোডিয়ার বেশ কয়েকটি এলাকায় সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে জঙ্গি বিমান ব্যবহার শুরু করেছে।

কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচিয়াতা বলেছেন, সোমবার ভোরে প্রেয়াহ ভিহিয়ার এবং ওদ্দার মিনচেয় সীমান্ত প্রদেশগুলিতে থাই বাহিনী কম্বোডিয়ার সৈন্যদের উপর হামলা চালায়। তিনি থাইল্যান্ডের বিরুদ্ধে তামোন থোম মন্দির এবং প্রেয়াহ ভিহিয়ার মন্দিরের কাছে অন্যান্য এলাকায় ট্যাঙ্ক দিয়ে একাধিকবার গুলি চালানোর অভিযোগ করেন। তিনি বলেন, কম্বোডিয়া পাল্টা হামলা চালায়নি।

ওদ্দার মিনচেয় প্রাদেশিক প্রশাসনের কম্বোডিয়ার মুখপাত্র মেট মিয়াসফিয়াকডি বলেছেন, শত বছরের পুরনো তামোন থোম এবং টা ক্রাবেই মন্দির সংলগ্ন এলাকাগুলিতে গোলাগুলির খবর পাওয়া গেছে এবং সীমান্তের কাছাকাছি বসবাসকারী অনেক গ্রামবাসী নিরাপদ আশ্রয়ের জন্য পালাচ্ছে।

থাইল্যান্ডের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে থাইল্যান্ডের প্রায় ৩৫ হাজার লোককে কম্বোডিয়ার সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

উভয় পক্ষই রোববার (৭ ডিসেম্বর) নিজেদের মধ্যে সংক্ষিপ্ত সংঘর্ষের খবর দিয়েছিল। সে সময় থাই সামরিক বাহিনী জানিয়েছিল, সংঘর্ষে তাদের দুইজন সৈনিক আহত হয়েছে।

এর আগে, গত মে মাসের শেষ দিকে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে পাঁচ দিন ধরে সংঘর্ষ হয়েছিল। ওই সংঘর্ষে ৪৩ জন নিহত এবং প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল।

বিজ্ঞাপন

মেঘনা গ্রুপে কাজের সুযোগ
৮ ডিসেম্বর ২০২৫ ১১:০১

চাকরি দিচ্ছে বেলমন্ট গ্রুপ
৮ ডিসেম্বর ২০২৫ ১০:৫৫

আরো

সম্পর্কিত খবর