ঢাকা: ৪৪তম বিসিএস পরীক্ষার নন-ক্যাডার পদের সংখ্যা বাড়িয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নন-ক্যাডার পদের পছন্দক্রমের পদের সংখ্যায় কিছু পরিবর্তন এসেছে। দুই মন্ত্রণালয়ের পদ বৃদ্ধি পাওয়ায় এতে সবাই নতুন করে তাদের পছন্দক্রম দিতে পারবেন। তবে আগেরটিও চাইলে রাখতে পারবেন প্রার্থীরা।
রোববার (৭ ডিসেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নবম গ্রেডের ৬৫৯, দশম গ্রেডের ৩ হাজার ৪৪ এবং ১১তম গ্রেডের ৪১৬টি পদ রয়েছে। এতে নতুন করে দুই মন্ত্রণালয়ের পদ যুক্তি হয়েছে। সবমিলিয়ে ৪ হাজার ১১৯টি পদে নিয়োগ দেওয়া হবে। আগের বিজ্ঞপ্তিতে ৩ হাজার ৯৭৭টি পদের কথা বলা হয়েছি। এতে পদে বেড়েছে ১৪২টি।
নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক গত ২৫ নভেম্বর ৪৪তম বিসিএস পরীক্ষার নন-ক্যাডার পদের প্রার্থীদের পছন্দক্রম আহবাননপূর্বক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এর সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যথাক্রমে ১২৪টি ও ১৮টি পদের জন্য প্রাপ্ত অধিযাচন সংযুক্ত করে একটি পরিবর্ধিত বিজ্ঞপ্তি এতদ্বারা প্রকাশ করা হলো।
উল্লেখ্য, যে সব প্রার্থী ইতোমধ্যে তাদের পছন্দক্রম দাখিল করেছেন, তারা যদি এই বিজ্ঞপ্তিতে সংযোজিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পদগুলোর জন্য আগ্রহী হন, তাহলে তাদেরকে নতুনভাবে পছন্দক্রম দাখিল করতে হবে। অন্যথায় তাদের দাখিল করা পছন্দক্রম পরিবর্তন করার প্রয়োজন হবে না।
https://bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/0db5d505_214c_45cf_9fca_def66c495507/44%20Non-cadre%20updated%20(1).pdf- এই ঠিকানায় ৪৪তম বিসিএস পরীক্ষার নন-ক্যাডার পদের তালিকা দেখা যাবে।