ঢাকা: আগামী সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল প্রস্তুতির মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াত ইসলামীর প্রতিনিধি দল।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। বৈঠকে সিইসি এ এম এম নাসির উদ্দিন ছাড়াও অন্য নির্বাচন কমিশনাররা রয়েছেন। সেইসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দলও আছে।
জানা গেছে, নির্বাচনের তফসিল, গণভোটসহ নানা বিষয়ে আলোচনা হতে পারে এ বৈঠকে।
গেল সপ্তাহে বিএনপি ও এনসিপি প্রতিনিধির দল সিইসির সাথে বৈঠক করেছে। তফসিল প্রস্তুতির মধ্যে এবার জামায়াত প্রতিনিধি দল বৈঠকে বসল ইসির সঙ্গে।
এর আগে, সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ এডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।