Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালদ্বীপের পুলিশ কমিশনারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ১৪:০৬

মালদ্বীপের পুলিশ কমিশনারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ মালদ্বীপের পুলিশ কমিশনার ইসমাইল না‌ভি‌নের স‌ঙ্গে সাক্ষাৎ করেছেন দেশ‌টি‌তে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম।

রোববার (৭ ডিসেম্বর) পুলিশ কমিশনারের দফতরে হওয়া এই সাক্ষা‌তের তথ‌্য জা‌নি‌য়ে‌ছে মালদ্বী‌পস পু‌লিশ সা‌র্ভিস।

পু‌লিশ সা‌র্ভিস জানায়, আলোচনায় মালদ্বী‌প পু‌লিশ সা‌র্ভিস এবং বাংলাদেশ পুলিশের মধ্যে সহযোগিতা জোরদার করার ওপর জোর দেওয়া হয়। বি‌শেষ ক‌রে উভয় পক্ষ প্রশিক্ষণের গুরত্ব তু‌লে ধরে দক্ষতা ভাগাভা‌গি এবং পেশাদার সম্পর্ক গড়ে তোলার বিষ‌য়ে দুই দে‌শের প‌ু‌লিশ কর্মকর্তাদের ম‌ধ্যে বি‌ভিন্ন ধর‌ণের বিনিময় নি‌য়ে কথা ব‌লেন।

বিজ্ঞাপন

পুলিশ কমিশনার দীর্ঘদিনের অংশীদারিত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং পুলিশিং এবং জাতীয় নিরাপত্তা বাড়াতে যৌথ প্রচেষ্টা সম্প্রসারণের জন্য মালদ্বী‌প পু‌লিশ সা‌র্ভিসের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

সারাবাংলা/একে/ইআ
বিজ্ঞাপন

আরো