ঢাকা: দেশের ৭৩টি ট্রেনে একদিনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ২ হাজার ৯৩ জন যাত্রীকে ভাড়াসহ ৪ লাখ ৬০ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ রেলওয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০৪ জন টিটিই কাজ করেন। তারা ৭৩টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ২ হাজার ৯৩ জনকে।
রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানায়, অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৩ লাখ ২১ হাজার ৩৮৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে এক লাখ ৩৯ হাজার ১৬৫ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৪ লাখ ৬০ হাজার ৫৫০ টাকা। সেইদিন মোট ৩ হাজার ৩৪৮টি টিকিট যাচাই করা হয়।