Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্ম ভিসা আবেদনকারীদের জন্য ইতা‌লি দূতাবা‌সের বার্তা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ১৪:৩২

ঢাকাস্থ ইতালির দূতাবাস। ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়ার্ক (কর্ম) ভিসা আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট কীভাবে পে‌তে হ‌বে সে বিষ‌য়ে দিক‌নি‌র্দেশনা দি‌য়ে‌ছে ঢাকার ইতা‌লি দূতাবাস।

সোমবার (৮ ডিসেম্বর) ঢাকার ইতা‌লি দূতাবাস ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য এক বিজ্ঞপ্তি‌তে এ বার্তা জা‌নি‌য়ে‌ছে।

বিজ্ঞপ্তি‌তে উল্লেখ করা হয়, ওয়ার্ক ভিসা আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট কীভাবে পাবেন সে সম্পর্কে কিছু প্রশ্নের উত্তরে, দূতাবাস নিম্নলিখিত বিষয়গুলো মনে করিয়ে দিতে চায়—

যাদের ২০২৫ সালে ইস্যু করা অথবা ২০২৫ সালে পুনঃনিশ্চিত করা একটি ওয়ার্ক নুলাওস্তা আছে তাদের নিম্নলিখিত লিঙ্কে ভিএফএস গ্লোবালের নির্দিষ্ট ওয়েব পোর্টালে নিবন্ধন করতে হবে।

বিজ্ঞাপন

ইতালিতে নিয়োগকর্তার মাধ্যমে সরবরাহ করা ২০২৫ এর নুলাওস্তা কপি আপলোড করতে হবে। দূতাবাস নুলাওস্তার বৈধতা যাচাই করবে এবং নিবন্ধনের পরের কয়েক দিনের মধ্যে একটি অ্যাপয়েন্টমেন্ট দিবে।

যাদের কাছে ২০২৩-২০২৪ সালে ইস্যু করা একটি নুলওস্তা আছে, তাদের ইতালিয়ান ইমিগ্রেশন অফিস কর্তৃক তাদের নুলাওস্তার পর্যালোচনা সম্পন্ন না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পর্যালোচনা সম্পন্ন হওয়ার পরে, ভিএফএস গ্লোবাল তাদের সঙ্গে যোগাযোগ করবে।

সারাবাংলা/একে/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর