Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় নির্বাচনের তফসিল রেকর্ড ১০ ডিসেম্বর

‎স্টাফ করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ১৫:২১ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৫ ১৫:২৩

ঢাকা: আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে প্রস্তুত থাকতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারি পরিচালক মো. আশাদুল হক সারাবাংলাকে বিষযটি নিশ্চিত করেছেন।

‎তিনি জানান, বিটিভি ও বাংলাদেশ বেতারকে পাঠানে চিঠিতে বলা হয়েছে, সিইসি জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এ জন্য প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছে কমিশন, যেন তাৎক্ষণিকভাবে ভাষণ রেকর্ড করে প্রচার করা যায়।

এদিকে ইসি সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে জানান, ১০ ডিসেম্বর ভাষণ রেকর্ড করার সিদ্ধান্ত হয়েছে।

‎প্রথা অনুযায়ী প্রতি নির্বাচনের আগে বিটিভি ও বাংলাদেশ বেতারে প্রধান নির্বাচন কমিশনার তফসিলের তারিখসহ বিস্তারিত জানিয়ে থাকেন।

বিজ্ঞাপন

এবারই প্রথম জাতীয় সংসদ ও গণভোট একসঙ্গে করার প্রস্তুতি নিয়ে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর