Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আল্লাহর পরই আপনাদের প্রতি আমার সম্মান’— ট্রাইব্যুনালে ফজলুর রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ১৭:১৭

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকদের প্রতি সম্মান প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান। তিনি বলেন, ‘আল্লাহর পরই আপনাদের প্রতি আমার সম্মান।’

সোমবার (৮ ডিসেম্বর) ট্রাইব্যুনালে বিরূপ মন্তব্যের অভিযোগে ব্যাখ্যা দিতে দাঁড়িয়ে এই মন্তব্য করেন ফজলুর রহমান।

তিনি জানান, ‘আমার বয়স ৭৮ বছর। এমন কিছু বলার অভ্যাস নেই। এই কথা এমন হবে বুঝতে পারিনি।’

ট্রাইব্যুনাল তাকে সতর্ক করে বলেন, ‘আপনি একজন মুক্তিযোদ্ধা এবং সিনিয়র আইনজীবী। আপনার কাছ থেকে এমন মন্তব্য আশা করা যায় না। সর্বোচ্চ সতর্ক থাকবেন।’

বিজ্ঞাপন

ফজলুর রহমানের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। প্রসিকিউশনের পক্ষে ছিলেন গাজী এমএইচ তামিম।

শুনানির সময় ফজলুর রহমান প্রথমে দাঁড়িয়ে ছিলেন, পরে অনুমতি নিয়ে বসেন। এ সময় তিনি ট্রাইব্যুনালের কাছে অনুকম্পা এবং নিঃশর্ত ক্ষমা চান। পরে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের প্যানেল তাকে সতর্ক করে অব্যাহতি দেন।

ফজলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ আসে ট্রাইব্যুনালের ক্ষমতা চ্যালেঞ্জ করা, আদালতের নিরপেক্ষতায় হস্তক্ষেপের ইঙ্গিত দেওয়া এবং প্রসিকিউশনের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার কারণে। এই শুনানি শুরু হয় ২৬ নভেম্বর, এবং ৩০ নভেম্বর ব্যাখ্যা নেওয়ার জন্য তাকে তলব করা হয়।

এ অভিযোগের মূল সূত্র ছিল ২৩ নভেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল টুয়েন্টিফোরের ‘মুক্তবাক: রাজনীতির তর্ক-বিতর্ক’ টকশো, যেখানে শেখ হাসিনার রায় প্রসঙ্গে বিভিন্ন মন্তব্য করেন ফজলুর রহমান। প্রসিকিউশন সেই ৪৯ মিনিটের টকশো পেনড্রাইভের মাধ্যমে ট্রাইব্যুনালে জমা দেয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর