Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় মতবিনিময় সভা ও যুব সমাবেশ

স্পেশাল করেসপডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ১৭:০৫

বগুড়ার যুব ভবনের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে যুব উন্নয়ন অধিদতর। ছবি: সারাবাংলা

বগুড়া: মাদক, সন্ত্রাস প্রতিরোধ এবং কর্মসংস্থান সৃজনের লক্ষ্যে বগুড়ায় মতবিনিময় সভা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় বগুড়ার যুব ভবনের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে যুব উন্নয়ন অধিদফতর।

যুব উন্নয়ন অধিদফতর বগুড়ার উপপরিচালক মো. তোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমান সময়ে একটি সর্বগ্রাসী সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে মাদক। এটি একটি দেশ বা সমাজের অন্যতম মারাত্মক সমস্যা। আমাদের যুবসমাজের জন্য মাদক ও মাদকাসক্তি মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এজন্য মাদক সন্ত্রাস মুক্ত দেশ বিনির্মাণে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।’
তিনি আরও বলেন, বেকার সমস্যা সমাধানে যুবকদের বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদফতর। প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেদের প্রতিষ্ঠিত করছেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহা. জিললুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

জলপাই বাগানে কী করছিলেন বুবলী!
৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৪

আরো

সম্পর্কিত খবর