Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিংড়ায় ১০০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ছাগল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ১৭:১১ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৫ ১৭:২২

কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। ছবি: সারাবাংলা

নাটোর: নাটোরের সিংড়ায় ১০০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ২০০টি ছাগল বিতরণ করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ২০০টি ছাগল ও উপকরণ বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, ভেটেরিনারি সার্জন ডাঃ মো. ইউনুস আলী, প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা হাবিবা আকতার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু প্রমুখ।

বিজ্ঞাপন