হিলি: চলতি রবি মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধি ও কৃষকের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে দিনাজপুরের হাকিমপুর হিলিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সরকার ঘোষিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সোমবার (৮ ডিসেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে পরিষদ চত্বরে এই বীজ ও সার বিতরণ করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে বোরো (উফশী) ধানের বীজ ৫ কেজি, এমওপি সার ১০ কেজি ও ডিএপি সার ১০ কেজি করে পেয়েছেন ৯০০ জন কৃষক। এছাড়াও ৪০০ জন কৃষক প্রত্যেকে দুই কেজি করে হাইব্রিড বোরো ধানের বীজ পেয়েছেন।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি কর্মকর্তা আরজেনা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।
আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. শফিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মেজবাহুর রহমান ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমানোই সরকারের মূল লক্ষ্য। বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হলে কৃষক আরও আগ্রহী হয়ে বোরো চাষাবাদ করবে। এতে উৎপাদন বাড়বে এবং কৃষকের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, ‘বর্তমান কৃষিবান্ধব সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সহায়তা দিচ্ছে। এই প্রণোদনা বোরো মৌসুমে ভালো ফলন অর্জনে বড় ভূমিকা রাখবে।
কৃষক হারেজ উদ্দিন জানান, ‘বর্তমান বাজারে সার ও বীজের দাম বৃদ্ধির কারণে চাষাবাদে চাপ বেড়েছিল। সরকার বিনামূল্যে বীজ ও সার দেওয়ায় এবার আমরা স্বস্তির সঙ্গে চাষ করতে পারবো।’