Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার আজকের পরিস্থিতির জন্য শেখ হাসিনাই দায়ী: খোকন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ১৭:৫১ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৬

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। 

নরসিংদী: বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির জন্য পতিত সরকারপ্রধান শেখ হাসিনা দায়ী।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর কামারগাঁও শফিকুল ইসলাম মাদরাসা ও এতিমখানার ৮০০ শিক্ষার্থীর সঙ্গে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভুইয়া, যুগ্ন সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খায়রুল কবির খোকন বলেন, ‘শেখ হাসিনা তার ব্যক্তিগত রোষানল ও প্রতিহিংশার কারণে খালেদা জিয়াকে কারারুদ্ধসহ ব্যপক নির্যাতন করা হয়েছে। আজ গোটা বিশ্বের মানুষ দল-মত নির্বিশেষে তার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল করছে। তবে শেখ হাসিনা পালিয়ে গেলেও চূড়ান্ত বিজয় এখনো হয়নি। আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের ভোটের মাধ্যমে একটি গণমানুষের সরকার প্রতিষ্ঠিত হলেই দেশে চূড়ান্ত বিজয় আসবে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

‘টাইম ট্রাভেলার’ হওয়ার দিন আজ
৮ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৬

আরো

সম্পর্কিত খবর