Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ১৮:২৭

কম্বর বিতরণ করছেন বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: টাঙ্গাইলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল পৌরসভার ৭নং ওয়ার্ড সন্তোষে পাঁচ শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

এসময় তিনি বলেন, ‘দেশের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও দোয়ায় আমাদের নেত্রী আল্লাহর রহমতে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তার দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাই। আমরা দোয়া করি বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আবারও দেশের কল্যাণে নেতৃত্বের হাল ধরতে পারেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছি, যেন তাদের শীতের কষ্ট কিছুটা লাঘব হয়। দেশের মানুষের কল্যাণের জন্য বিএনপি সবসময় মানবিক কর্মকাণ্ডে পাশে থাকবে।’

এসময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণ শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।