Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ২৩ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ১৯:১৭

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হাফিজুর রহমান আটক। ছবি: সংগৃহীত

বগুড়া: প্রায় ২৩ বছর ধরে ছদ্মবেশে পালিয়ে থাকার পর গ্রেফতার হলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হাফিজুর রহমান (৫৫)। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বগুড়া শহরতলীর শাকপালা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে ছিলিমপুর ফাঁড়ি পুলিশ।

গ্রেফতারের আগে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন দণ্ডিত হাফিজুর রহমান। তিনি জেলার গাবতলী উপজেলার পদ্মপাড়া মহল্লার মৃত আফজাল হোসেনের ছেলে।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান জানান, ‘রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলায় ২০০২ সালে হাফিজুর রহমানের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা ও গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়। পরে তাকে আজ গ্রেফতার করা হয়।’

বিজ্ঞাপন

এছাড়া, রোববার (৭ ডিসেম্বর) রাতে শিবগঞ্জ উপজেলার কাশিপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। সেখানে মাদকদ্রব্য ৬ কেজি গাঁজা উদ্ধার করে মোকামতলা ফাঁড়ি পুলিশ। একইসঙ্গে ৩ নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- কুষ্টিয়ার ভেড়ামারা ভাটাপাড়া এলাকার বিউটি খাতুন (৩৫), মেঘনা খাতুন (২৫) ও রোকেয়া বেগম (৩৫)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর