Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লার চান্দিনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ১৯:২৬

প্রতীকী ছবি।

কুমিল্লা: কুমিল্লার চান্দিনায় সাবিনা আক্তার (২৭) নামে দুই সন্তানের জননীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আবুল খায়েরের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে আটক করে।

রোববার (৭ ডিসেম্বর) দিনগত রাতে চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে নিহতের পিতা ময়নাল হোসেন বাদী হয়ে স্বামীসহ তিনজনকে আসামি করে থানায় মামলা করেন।

নিহত সাবিনা আক্তার হোসেনপুর গ্রামের আবুল খায়েরের স্ত্রী এবং মহিচাইল ইউনিয়নের হারালদার গ্রামের ময়নাল হোসেনের মেয়ে। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, প্রায় ১২ বছর আগে সাবিনা ও আবুল খায়েরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ লেগেই ছিল।

রোববার রাতে তুচ্ছ বিষয় নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে আবুল খায়ের স্ত্রীকে মারধর করেন। অভিযোগ রয়েছে, পরে তিনি গলায় রশি পেঁচিয়ে ও বাথরুমের বালতির পানিতে মাথা ডুবিয়ে নির্যাতন করেন।

নিহতের পিতা ময়নাল হোসেন বলেন, ‘রাতে খবর পেয়ে মেয়ের বাড়িতে গিয়ে দেখি বাথরুমে মরদেহ পড়ে আছে। এসময় স্থানীয়দের সহায়তায় আবুল খায়েরকে আটক করে পুলিশে খবর দেই।’

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটক স্বামীর বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর