রাজবাড়ী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী শহরে নির্বাচনি পথসভা, গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেছেন রাজবাড়ী-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমীর অ্যাড. মো. নূরুল ইসলাম।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজবাড়ী রেলগেট হয়ে, রেলস্টেশন, কলেজ রোড হয়ে বড় বাজারের বিভিন্ন স্থানে দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি গণসংযোগ করেন।
নির্বাচনি প্রচারণা ও গণসংযোগ এবং লিফলেট বিতরণে জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো. হেলাল উদ্দিন, রাজবাড়ী পৌর জামায়াতে ইসলামীর আমীর ডা. হাফিজুর রহমান, পৌরসভা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা লিয়াকত হোসেনসহ অনেকেই অংশগ্রহণ করেন।
গণসংযোগকালে রাজবাড়ী-১ আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমীর মো. নূরুল ইসলাম বলেন, ‘দল থেকে আমাকে মনোনয়ন দিয়েছে আপনাদের সেবা করার জন্য। আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। ইসলামী রাষ্ট্র হবে একটি কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা। এখানে বৈষম্যের কোনো স্থান থাকবে না। কল্যাণ রাষ্ট্রে সকল নাগরিক সমান সুযোগ-সুবিধা পাবে। তাই আমি দোয়া ও সহযোগিতা কামনা করছি। আপনারা আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি।’