পঞ্চগড়: বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় পঞ্চগড়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং–২৬৪) কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পঞ্চগড় জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং পঞ্চগড় জেলা কোচ, বাস, মিনিবাস ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলকে কেন্দ্র করে পঞ্চগড় জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর পরিবহন শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এতে দুই ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক পরিবহন শ্রমিক, শ্রমিক নেতা, সমর্থক এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আকবর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মুকুল, কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার দুলাল, রেজি নং–৩৩১৯ ইউনিয়নের সভাপতি রাজিউর রহমান রাজু, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, রোড সেক্রেটারি আনিছুর রহমান প্রমুখ।
দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও পূর্ণ আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন পঞ্চগড় পৌরসভা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ সুলাইমান আলী।
এসময় পরিবহন নেতারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি দেশের গণতন্ত্রকামী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। তার সুস্থতা আমাদের সবার প্রত্যাশা।
তারা আরও বলেন, খালেদা জিয়ার আরোগ্য কামনায় ভবিষ্যতেও এ ধরনের দোয়া ও মানবিক কর্মসূচি চালিয়ে যাবে শ্রমিক সমাজ।