Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ ব্যাংক একীভূতকরণের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ২০:৫৬ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৫ ২২:০১

ঢাকা: সংকটে থাকা পাঁচটি বেসরকারি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৮ ডিসেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটকারীর আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে রিটকারীর পক্ষে তিনি নিজেই শুনানি করেন। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের পক্ষে রিটের বিরোধিতা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ আরশাদুর রউফ।

এর আগে, গত ১৮ নভেম্বর সাধারণ বিনিয়োগকারী ও এক্সিম ব্যাংকের গ্রাহক শহিদুল ইসলামের পক্ষে ব্যারিস্টার মাহসিব হোসাইন রিটটি দায়ের করেন। রিটে অর্থ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিবাদী করা হয়।

বিজ্ঞাপন

রিটে প্রস্তাবিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট পাঁচ ব্যাংকের সাধারণ শেয়ারহোল্ডারদের বিদ্যমান শেয়ার অনুপাতে শেয়ার সুরক্ষার নির্দেশনা চাওয়া হয়েছিল।

গত ৯ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সংকটে থাকা পাঁচ ব্যাংকের একীভূতকরণের প্রস্তাব অনুমোদন করে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত হয়ে নতুন একটি শরিয়াহভিত্তিক ব্যাংক গঠনের সিদ্ধান্ত হয়। নতুন ব্যাংকের সম্ভাব্য নাম হিসেবে ‘ইউনাইটেড ইসলামিক ব্যাংক’ ও ‘সম্মিলিত ইসলামিক ব্যাংক’ প্রস্তাব করা হয়েছে। ব্যাংকটি বাণিজ্যিক ও পেশাদার ভিত্তিতে পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর