পিরোজপুর: আলোকিত ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের জন্য নিরাপদ, সহায়ক ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অফিসার্স লাউঞ্জে শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাসুদ সাঈদী বলেন, ‘শিক্ষা একটি জাতির অগ্রযাত্রার প্রধান চালিকা শক্তি, আর এর মূল ভিত্তি আমাদের শিক্ষকরা। একজন শিক্ষক যদি মানসিক স্বস্তি, পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় অনুপ্রেরণা পান, তাহলে তিনি ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, নৈতিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন।’
তিনি আরও বলেন, নির্বাচিত হলে শিক্ষা ব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষকদের জন্য সম্মানজনক কর্মপরিবেশ, ক্যাম্পাসে সন্ত্রাস-নিরাপত্তাহীনতা ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কাজ করবেন তিনি। পাশাপাশি আধুনিক শিক্ষা উপকরণ, প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা ও প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেবেন।
দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা উন্নত দেশের কাতারে যেতে পারিনি—এর প্রধান কারণ দুর্নীতি। নির্বাচিত হলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক ভূমিকা রাখব।’
সভায় সভাপতিত্ব করেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়। সঞ্চালনা করেন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. দেলোয়ার হোসেন। `
এসময় আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ইলিয়াস হোসেন বেপারী, শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহাবুদ্দিন সিকদার, অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রফেসর সিতাংশু শেখর অধিকারী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর সমর্জিৎ হাওলদার, জামায়াতে ইসলামী পিরোজপুর পৌর আমির মাওলানা ইসহাক আলী, সেক্রেটারি আল আমিন খান প্রমুখ।