Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে সীমান্তের কাছে ‘সন্ত্রাসী’ হামলায় ৬ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৫ ১৩:০৫ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৯

ছবি: রয়টার্স

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আফগান সীমান্তের কাছাকাছি নিরাপত্তা চৌকিতে ‘সন্ত্রাসী’ হামলায় ছয় সেনা সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে দেশটির পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, হামলাটি সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে সংঘটিত হয়। এলাকাটি আগে উপজাতীয় অঞ্চল হিসেবে পরিচিত ছিল এবং আফগানিস্তান সীমান্তের কাছাকাছি অবস্থিত। এ ঘটনায় বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত ও আটক করতে অভিযান চলছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে।

বিজ্ঞাপন

চলতি বছর এমন একাধিক হামলার জন্য তালেবানকে দায়ী করেছে পাকিস্তান। সাম্প্রতিক কিছু সন্ত্রাসী হামলায় আফগান নাগরিকরা জড়িত ছিলেন বলেও দাবি করেছে তারা। পাকিস্তানি তালেবানকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ায় আফগানিস্তানকে দোষারোপ করছে ইসলামাবাদ।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা, সীমান্তজুড়ে তুমুল সংঘাতও বেঁধেছে বেশ কয়েকদফা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর