Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে সিইসি

‎স্টাফ করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ১৪:০৯

ঢাকা: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ১টা ১০ মিনিটের দিকে নির্বাচন কমিশন কার্যালয় থেকে বের হন তিনি।

জানা গেছে, আসন্ন নির্বাচনের সীমানা পুনর্নিধারণের বিষয়ে আদালতে বেশকিছু মামলা রয়েছে। আজকের এ সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

‎এদিকে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় ‎আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সাক্ষাতের কথা রয়েছে।

এর আগে, রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে অবহিত করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/ইআ