Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলতি সপ্তাহে নির্বাচনের তফসিল: সিইসি

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ১৫:২৪ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৮

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ফাইল ছবি

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সিইসি। এ সময় প্রধান বিচারপতির খাসকামরায় প্রায় এক ঘণ্টাব্যাপী একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে, নির্বাচন কমিশন কার্যালয় থেকে সরাসরি সুপ্রিম কোর্টে যান সিইসি। সেখানে তাকে স্বাগত জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। নির্বাচনকালীন তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন নির্বাচন কমিশনাররা।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আগামী ১৫ ডিসেম্বরের মধ্যেই ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর