Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় বিএনপি প্রার্থী মোশারফের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র, চাঁদা চেয়ে হুমকি

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ১৫:২৮ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৬

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. মোশারফ হোসেন

বগুড়া: বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. মোশারফ হোসেনের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এবার বিদেশি নম্বর থেকে সোয়া কোটি টাকা চাঁদা দাবি করে তাকে হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনায় সোমবার (৮ ডিসেম্বর) রাতে বগুড়া সদর থানায় মোশারফ হোসেনের পক্ষ থেকে জিডি করেন কাহালু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মোমিন। থানার উপপরিদর্শক মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

জিডিতে উল্লেখ করা হয়, মোশারফ হোসেনের সম্মান ক্ষুণ্ন করার জন্য একটি মহল দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভিন্ন অপপ্রচার করে বেড়াচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে বগুড়া শহরের উপশহরে তার নিজ বাসায় অবস্থানকালে নিজ নামে ব্যবহৃত হোয়াটসঅ্যাপে অজ্ঞাতনামা বিদেশি নম্বর থেকে আসা বার্তার মাধ্যমে অনৈতিক সুবিধা দাবি করা হয়। অন্যথায় অজ্ঞাতনামা ব্যক্তিরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে তার বিভিন্ন ধরনের অশ্লীল ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করার হুমকি দেয়।

বিজ্ঞাপন

এর আগে তার শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট সঠিক নয় এমন অভিযোগে মামলা করা হয়। সেই মামলার শুনানি না হতেই শেষ হয়ে যায়।

বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে দলীয় সিদ্ধান্তে পদত্যাগের পর ২০২৩ সালের উপনির্বাচন হয়। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে তিনি ফের বিএনপির মনোনীত প্রার্থী।

কাহালু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মোমিন বলেন, ‘সোমবার মোশারফ হোসেনের নিজ নামে ব্যবহৃত হোয়াটসঅ্যাপে অজ্ঞাতনামা বিদেশি নম্বর থেকে আসা বার্তার মাধ্যমে অনৈতিক সুবিধা দাবি করা হয়। অন্যথায় অজ্ঞাতনামা ব্যক্তিরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে তার বিভিন্ন ধরনের অশ্লীল ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করার হুমকি দেয়। তার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করা হচ্ছে। ষড়যন্ত্রকারীরা নির্বাচনে পরাজয় হবে বলে তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। আসলে বগুড়ার মানুষ জিয়া পরিবার ও ধানের শীষের পক্ষে। এই জেলায় ষড়যন্ত্র করে কোনো লাভ নেই।’

এ বিষয়ে বগুড়া-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, ‘আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একের পর এক নানামুখী ষড়যন্ত্রের মোকাবিলা করতে হচ্ছে। ধানের শীষের পক্ষে সাধারণ ভোটারদের স্বতঃফূর্ত অভাবনীয় সাড়া দেখে ভীত হয়ে ভোটারদের বিভ্রান্ত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অপতথ্য ছড়াচ্ছে। সর্বশেষ এআই ব্যবহার করে নারীর সঙ্গে আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি দিয়ে এক লাখ ডলার (সোয়া কোটি টাকা) চাঁদা দাবি করা হয়েছে। আমাকে সামাজিকভাবে হেয় করতে এবং ভোটারদের বিভ্রান্ত করতেই ষড়যন্ত্রকারীরা নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর