ময়মনসিংহ: বিভাগীয় জেলা ময়মনসিংহে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে নগরীর এক রেস্তোরাঁয় সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর গোলটেবিল বৈঠকে ময়মনসিংহ অঞ্চরের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাগরিকদের প্রত্যাশা ও সরকারের করণীয়
বিষয়ে মত প্রকাশ করা হয়।
সভায় জেলা সুজন সভাপতি লায়ন মিজানুর রহমান লিটন, সাধারণ সম্পাদক ইয়াজদানী কোরায়েশী কাজল, মহানগর সভাপতি অ্যাডভোকেট শিব্বির আহম্মেদ লিটন, সাধারণ সম্পাদক আলী ইউসুফসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।