Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ২৪ লাখ টাকার সয়াবিন তেলসহ ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার

স্পেশাল করেসপডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ১৬:৫০ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৯

পুলিশ ট্রাকের ভেতরে থাকা ৭০ ব্যারেল সয়াবিন তেল উদ্ধার করে, যার বাজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়ায় ২৪ লাখ টাকা মূল্যের ৭০ ব্যারেল সয়াবিন তেলসহ ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোঘা ব্রিজ এলাকা থেকে ওই ট্রাক উদ্ধার করা হয়। এসময় চালকসহ ছিনতাইকারীরা ট্রাক রেখে পালিয়ে যায়।

জানা যায়, মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে শেরপুর হাইওয়ে পুলিশ জানতে পারে যে, বগুড়া-ঢাকা মহাসড়কে একটি ট্রাক ছিনতাই হয়েছে। এমন সংবাদে হাইওয়ে পুলিশ দ্রুত মহাসড়কে ট্রাকটি অনুসন্ধান শুরু করে। পরে ট্রাকটি দেখতে পেয়ে থামানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু ট্রাকের নিয়ন্ত্রন নেওয়া ছিনতাইকারীদের চালক হাইওয়ে পুলিশের গাড়িকে চাপা দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি বুঝে পুলিশ নিজেদের গাড়ি নিরাপদ দূরত্বে রেখে তাদের ধাওয়া করে। একপর্যায়ে ছিনতাইকারীরা হাইওয়ে পুলিশের ধাওয়ায় টিকতে না পেরে শেরপুর উপজেলার ঘোঘা ব্রিজের এলাকায় ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকের ভেতরে থাকা ৭০ ব্যারেল সয়াবিন তেল উদ্ধার করে, যার বাজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা।

বিজ্ঞাপন

হাইওয়ে পুলিশের বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে হাইওয়ে পুলিশ জানতে পারি একটি ট্রাক ছিনতাই হয়েছে। পরে ছিনতাইকারীদের ধাওয়া করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ট্রাক রেখে পালিয়ে যায়। জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ যৌথভাবে তাদের চিহিৃত করতে কাজ করছে।

বিজ্ঞাপন

অবৈধ ফোন বন্ধে অনড় সরকার
৯ ডিসেম্বর ২০২৫ ১৭:১২

আরো

সম্পর্কিত খবর