Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৪০০ ছাড়াল

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৮ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৫ ১৯:১৪

মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডেঙ্গু ইউনিট। সারাবাংলার ফাইল ছবি

ঢাকা: দেশে চলতি বছরের ১১ মাস ৯ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪০১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৯৮ হাজার ৭০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২১ জন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৩, ঢাকা উত্তর সিটিতে ৭৫, ঢাকা দক্ষিণ সিটিতে ৭২, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩০, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে, গতকাল সোমবার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৫৫ জন হাসপাতালে ভর্তি হন। একই সময়ে মারা যান দুই জন।

উল্লেখ্য, ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওইবছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর