ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী ড. হেলাল উদ্দিন বলেছেন, ‘দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে বৈষম্যহীন এক মানবিক বাংলাদেশ বিনির্মাণ করা হবে। জামায়াতে ইসলামী একটি সুখী-সমৃদ্ধ কল্যাণ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। যেখানে ধনী-গরিব বা উঁচু-নিচু শ্রেণির মধ্য কোনো বৈষম্য থাকবে না’।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিলে সুবিধা বঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য, শুধু নিজের কল্যাণের জন্য নয়। শীতের কষ্ট লাঘবে জামায়াতে ইসলামী সুবিধা বঞ্চিত মানুষের পাশে প্রতি বছরই মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসে। সমাজের উঁচু ও নিচু শ্রেণির মানুষের মধ্যকার ব্যালেন্স ঠিক রাখা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র তার সেই দায়িত্ব পালনের মাধ্যমে বৈষম্য দূর করতে পারে। কিন্তু রাষ্ট্র সেটি করতে ব্যর্থ হয়েছে। বিগত ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিল তাদের ব্যর্থতার কারণেই সমাজে বৈষম্যের সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল পূর্ব থানা আমির নুর উদ্দিনের সভাপতিত্বে এবং ৮ নং ওয়ার্ড কমিশনার পদপ্রার্থী জসিমুল হক পাটোয়ারীর পরিচালনায় মতিঝিল ইডেন চত্বরে শীতবস্ত্র বিতরণ পূবর্ক সভায় আরও বক্তব্য দেন মতিঝিল দক্ষিণ থানা সেক্রেটারি ইমাম হোসেন, স্থানীয় দায়িত্বশীল ওমর ফারুক ও মুক্তার হোসাইন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মতিঝিল পূর্ব থানার সকল ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল নেতারা।
সভা শেষে শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন প্রধান অতিথি ঢাকা-৮ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. হেলাল উদ্দিন।