ঢাকা: রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে জিয়াউল মাহমুদ (৫০) নামের এক ব্যক্তিকে জোরপূর্বক একটি কালো রঙের হাইয়েস মাইক্রোবাসে তুলে অপহরণের ঘটনায় এই চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, ‘খিলক্ষেত থানার দ্রুত ও সমন্বিত অভিযানে অপহরণের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে অপহরণ চক্রের সাত সদস্যকে গ্রেফতার এবং অপহরণ কাজে ব্যবহৃত গাড়িসহ ভিকটিমের নিজস্ব গাড়িটিও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার আসামিরা হলেন- মো. ফারুক হোসেন (৩৬), মাহবুব মুন্সি (৩৮), অনিক (২৩), মো. জসিম (৩৬), মোহাম্মদ আলমগীর হোসেন (৩২), মাহাদি সরকার রাকিব (৩০) ও শিল্পী আক্তার ওরফে রানী (৪৬)।
তালেবুর রহমান বলেন, ‘সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৫টায় নিকুঞ্জ এলাকা থেকে জিয়াউল মাহমুদকে অজ্ঞাতনামা ব্যক্তিরা জোরপূর্বক একটি কালো রঙের হাইয়েস মাইক্রোবাসে তুলে অপহরণ করে। অপহরণকারীরা ওই সময় ভিকটিমের ব্যবহৃত ব্যক্তিগত গাড়িটিও নিয়ে যায়। ঘটনার পরপরই ভিকটিমের স্ত্রী খিলক্ষেত থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ অপহরণকারীদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।’
তিনি আরও বলেন, ‘সোমবার দিবাগত রাত দেড়টায় খিলক্ষেত থানার পুলিশ আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে অপহৃত জিয়াউল মাহমুদকে নিরাপদে উদ্ধার করে। একইসঙ্গে অপহরণ চক্রের সাতজন সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা ভিকটিমের গাড়িটিও উদ্ধার করা সম্ভব হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।’