ঢাকা: বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপির সাত দিনব্যাপী ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে অনুষ্ঠিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, ‘বিএনপিই পারবে দুর্নীতিমুক্ত সরকার গঠন করে মানুষকে ভোগান্তি থেকে মুক্তি দিতে। বিএনপির অঙ্গীকার ফাঁপা নয়।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচন নিয়ে কোনো ম্যান্ডেট নেই। তাদের ম্যান্ডেট না থাকলে তারা কোন ম্যান্ডেটের ভিত্তিতে কাজ করছে?’—এমন প্রশ্নও তোলেন তিনি।
রিজভী জানান, দুর্নীতি রোধ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনজীবনের স্বস্তি ফেরাতে বিএনপি সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে এবং জনগণকে এ নিয়ে আশ্বস্ত করতে চায়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সভায় সারাদেশ থেকে আগত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।