Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে ভিড় বাড়ছে শীতবস্ত্রের দোকানে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ২১:৪০

কম দামের কারণে ফুটপাতের দোকানেই ক্রেতারা বেশি ভিড় করছেন। ছবি: সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় শীতবস্ত্রের দোকানে ক্রেতাদের ভিড় বাড়ছে। সন্ধ্যার পর থেকে তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় কুয়াশার দেখা মিলছে। এ কারণে পুরাতন ও নতুন শীতের পোশাকেই ক্রেতাদের আগ্রহ বেড়েছে।

শহীদ সাটু হল মার্কেট এলাকা, নারী ও শিশু নির্যাতন দমন আদালত ভবনের পেছনসহ রেলস্টেশন এলাকায় ফুটপাতজুড়ে বসেছে পুরাতন শীতবস্ত্রের দোকান। এসব দোকানে ৫০ থেকে ২০০ টাকায় বিভিন্ন সোয়েটার বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি, শীত আরও বাড়লে বেচাকেনা দ্বিগুণ হবে।

অন্যদিকে নিউমার্কেট এলাকার ফুটপাত ও মার্কেটে নতুন শীতের পোশাকের কেনাবেচাও জমে উঠেছে। নিম্ন আয়ের ক্রেতারা তুলনামূলক কম দামের কারণে ফুটপাতের দোকানেই বেশি ভিড় করছেন।

বিজ্ঞাপন

ক্রেতাদের অভিযোগ, কিছু দোকানে শীতবস্ত্রের দাম বেশি। তবে বিক্রেতাদের বক্তব্য হলো, বাজারদর অনুযায়ীই দাম রাখা হচ্ছে। শিশুদের শীতের পোশাকের চাহিদা সবচেয়ে বেশি বলে জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ জানান, ভৌগোলিক কারণে এই জেলায় শীত বেশি পড়ে। ফলে শীত মৌসুমে শীতবস্ত্রকে কেন্দ্র করে জেলায় উল্লেখযোগ্য বিক্রি জমে ওঠে। যে কারণে বাইরে থেকেও অনেক ব্যবসায়ী ফুটপাতে ব্যবসা করতে আসেন।

সারাবাংলা/জিজি