Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি সরকার গঠন করতে পারলে যোগ্যদের খুঁজে কাজের সুযোগ দেবে’

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ২২:৩৮

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘গত ১৬ বছরে আমাদের সামরিক বাহিনীকে রাজনীতিকরণ করা হয়েছে এবং এই প্রতিষ্ঠানকে সিস্টেমেটিক্যালি ধ্বংস করা দেয়া হয়েছে। ভবিষ্যতে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আপনারা যারা কোয়ালিফাইড তাদের খুঁজে বের করে দেশের জন্য কাজ করার সুযোগ দেওয়া হবে।’

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান অভিযোগ করেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার সামরিক বাহিনীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিককরণ করে সিস্টেমেটিকভাবে দুর্বল করে দিয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, “গণতন্ত্র ফিরিয়ে না আনলে মানুষের ইচ্ছার প্রতিফলন ও প্রতিষ্ঠান পুনর্গঠন সম্ভব নয়। যে কোনো মূল্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।”

বেগম খালেদা জিয়ার একটি ঘটনার উল্লেখ করে তিনি জানান, অসুস্থ থাকা অবস্থাতেও তিনি সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে অংশ নেন। এতে ডিফেন্স সদস্যদের সঙ্গে জিয়া পরিবারের গভীর সম্পর্কের বিষয়টি স্পষ্ট হয় বলেও মন্তব্য করেন তারেক রহমান।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তারেক রহমান আবারও বিএনপির পরিকল্পনা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, প্রথম ধাপে ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেয়া হবে, যা পরবর্তীতে সকল নারীর জন্য উন্মুক্ত করা হবে। দুর্নীতি রোধে ফ্যামিলি কার্ড সিস্টেমকে জেনারেলাইজ করা হবে।

সভায় বক্তারা সামরিক সংস্কৃতি, গণতন্ত্র, নির্বাচন ও রাষ্ট্রের ভবিষ্যৎ পুনর্গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর