ব্রাহ্মণবাড়িয়া: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় অদম্য ৫ নারীকে সম্মাননা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান তাদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নাঈমা আক্তার, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী জান্নাতুল মাওয়া, সফল জননী বিলকিছ বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য ফজিলাতুন নেছা, নির্যাতনের দুঃস্বপ্ন কাটিয়ে জীবনসংগ্রামে জয়ী হওয়ার জন্য সাবিনা আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া।
এ ছাড়া আরও বক্তব্য দেন জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক মো. আবদুল কাইয়ুম, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোস্তফা কামাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নূরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন ও জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা তানিয়া আক্তার।
স্বাগত বক্তব্য দেন মহিলাবিষয়ক অধিদফতরের উপপরিচালক নিরুপা ভৌমিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার এস এম শাহিন।