ঢাকা: বিজয়ের মাস ডিসেম্বরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন বলে মন্তব্য করেছেন দলের মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, ‘তারেক রহমান দেশে বিজয়ীর বেশে ফিরবেন। কারণ এই দেশটা স্বাধীন। তিনি প্রশ্নবিদ্ধভাবে দেশে আসবেন না। উনি সাবলীলভাবে দেশে আসবেন।’
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় জানানো হয়, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে। এই মুহূর্তে দেশের বাইরে নিয়ে যাওয়ার মত কোন সিদ্ধান্ত নতুন করে আসেনি। তাই আপাতত দেখেই খালেদা জিয়ার চিকিৎসা চলবে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ড।