ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানে গুরুতর আহত হওয়া খোকন চন্দ্র বর্মনকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনে মনোনয়ন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ১২৫ আসনের প্রথম ধাপের প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের সদস্য সচিব আখতার হোসেন। এ সময় তিনি জানান, জুলাইয়ের আহত খোকনই শেরপুর-২ আসনে দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে পুলিশের গুলিতে গুরুতর আহত হন খোকন বর্মন। গুলিতে তার মুখমণ্ডলের বড় অংশ— ঠোঁট, মাড়ি, নাক ও তালু ক্ষতিগ্রস্ত হয় এবং বাম চোখ নষ্ট হয়ে যায়। পরে তিনি মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দেন।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়, গণ-অভ্যুত্থানের সাহসী তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করতে দলটি অঙ্গীকারবদ্ধ। তাই খোকনকে মনোনয়ন দেওয়া তাদের রাজনৈতিক প্রতিশ্রুতিরই প্রতিফলন।