Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে: আসিফ

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৪ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১৭:৩২

স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। ছবি: সংগৃহীত

ঢাকা: স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, পদত্যাগের বিষয়টি প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে জানানো হবে। তবে তিনি পদত্যাগ করে নির্বাচন করছেন বলে জানিয়েছেন।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ এরইমধ্যে ঢাকা-১০ আসন থেকে নির্বাচনের কথা প্রচার করেছিলেন। তবে তিনি কোন দল থেকে নির্বাচন করছেন তা স্পষ্ট করেননি। পদত্যাগের পর তিনি এ বিষয়ে জানাবেন।

অন্যদিকে বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আসিফ-মাহফুজের নির্বাচনের বিষয়ে তারা উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করার পর সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে কোনো কিছু সিদ্ধান্ত হয়নি।’

বিজ্ঞাপন

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন হয়। সেই সরকারে উপদেষ্টা হন আসিফ মাহমুদ সজীব ভূইয়া। একইদিন অন্যান্যদের সঙ্গে নাহিদ ইসলামও উপদেষ্টা হন। পরবর্তীতে নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল এনসিপির আহ্ববায়ক হন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর