Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী-২ আসনে এনসিপি’র প্রার্থী হলেন সাইয়েদ জামিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৭

সাইয়েদ জামিল। ছবি: সংগৃহীত

রাজবাড়ী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সাইয়েদ জামিল (জামিল হিজাযী)।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে ঢাকার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ১২৫ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

জানা গেছে, সাইয়েদ জামিলের পৈত্রিক বাড়ি রাজবাড়ী জেলার পাংশাতে। গণমাধ্যমকর্মী হিসেবে পেশা জীবন শুরু করলেও পরবর্তীতে তিনি পর্যটন ব্যবসায় যুক্ত হন। বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টে ট্রাস্টি হিসেবে যুক্ত রয়েছে। তিনি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর