Friday 30 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন বৃহস্পতিবার

‎স্টাফ করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ১৬:৫১ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১৭:৩২

বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন করবেন।

দুপুর আড়াইটায় সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪–এ (সুপ্রিম কোর্ট জামে মসজিদের পাশে) এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়। এর মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে পৃথক করার পথ সুগম হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় গত ৩০ নভেম্বর এ অধ্যাদেশ জারি করে। অধ্যাদেশ কার্যকর হওয়ার পর থেকেই প্রধান বিচারপতির নেতৃত্বে এ সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর