Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘাটাইলে হানাদারমুক্ত দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ১৭:০৯

হানাদারমুক্ত দিবস উপলক্ষ্যে স্থানীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ।

বীর মক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মাহবুবুল চাঁন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান, ঘাটাইল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার মো. শাহনেওয়াজ প্রমুখ।

এর আগে দিবসটি উপলক্ষে স্থানীয় শহিদ মিনারে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধান অতিথি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর