বগুড়া: আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা বুধবার (১০ ডিসেম্বর) ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এসময় ২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে সম্মুখ সারির জুলাই যোদ্ধা এনসিপি রংপুর জেলার আহ্বায়ক মো. আল মামুনকে রংপুর-১ আসনে মনোনয়ন দিয়েছে এনসিপি।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পার্থীদের নাম ঘোষণা করা হয়। তার নাম ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন গণমাধ্যমকে জানান, বুধবার সকাল ১০টায় জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।