Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনার ২টি আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৭

ফরিদুল হক ও মো. ওয়াহিদ উজ জামান। ছবি: সংগৃহীত

খুলনা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার দুটি আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী ঘোষণা করেছে।

বুধবার (১০ ডিসেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঘোষিত ১২৫ জন প্রার্থীর মধ্যে খুলনা-১ ও খুলনা-২ আসনও রয়েছে।

খুলনা সিটি করপোরেশনের ১৬ থেকে ৩১ নম্বর ওয়ার্ড অর্থাৎ নগরীর সদর ও সোনাডাঙ্গা থানা নিয়ে গঠিত খুলনা-২ আসন। এ আসনে দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হককে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

উপকূলীয় দুটি উপজেলা দাকোপ ও বটিয়াঘাটা নিয়ে খুলনা-১ আসন গঠিত। এ আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক মো. ওয়াহিদ উজ জামানকে দলের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর