বাগেরহাট: বন্দি বিনিময় চুক্তিতে ভারতে আটক ৩৮ বাংলাদেশি জেলেকে দেশে ফিরে এসেছেন। একইসঙ্গে ভারতের ৪৭ জন জেলেকে হস্তান্তর করা হয়েছে। সমুদ্র পথে এই দুই দেশের বন্দি বিনিময় করেছে উভয় দেশের কোস্ট গার্ড।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ডের বিসিজিএস কামরুজ্জামান এর অধিনায়ক কমান্ডার শুয়াইব বখতিয়ার রানা প্রেসব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেছেন, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণ করায় বাংলাদেশ নৌবাহিনী ৪৭ জন ভারতীয় জেলেকে আটক করে। গত ১২ জুলাই ও ২ আগস্ট ৩ টি ভারতীয় ফিশিং বোটসহ (এফবি মা মঙ্গল চন্ডি-৩৮, এফবি ঝড়, এফবি পারমিতা-৪) তাদের আটক করা হয়। অপরদিকে, গত ১২ ও ১৭ সেপ্টেম্বর ৩২ জন বাংলাদেশি জেলেকে আটক করে ভারতীয় কোস্ট গার্ড। আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা অতিক্রম করে ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে তাদের আটক করা হয়।
এরপর দুই দেশের দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বিনিময়ের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী আটক করা জেলেদের হস্তান্তরের দায়িত্ব পায় বাংলাদেশ কোস্ট গার্ড।
৯ ডিসেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধায়নে বাংলাদেশ-ভারত বঙ্গোপসাগরের আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে বাংলাদেশে আটক থাকা ৪৭ জন ভারতীয় জেলেকে ৩টি ফিশিং বোটসহ ভারতীয় কোস্ট গার্ডের কাছে পাঠানো হয়। একই সাথে ভারতে আটক থাকা ৩২ জন বাংলাদেশি জেলেকে ১টি ফিশিং বোটসহ বাংলাদেশ কোস্ট গার্ড গ্রহণ করে। আর অন্য একটি বোট ফেরত আনার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশি এসব জেলেরা ভারতের কারাগারে ছিলো তিন মাস। আর ভারতীয় জেলেরা বাংলাদেশের কারাগারে ছিলো ৪ মাস।
বাংলাদেশি জেলেদেরকে বোটসহ কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দফতরে এনে নিজ নিজ পরিবারের কাছে ফেরত দেওয়া হয়।