Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড় প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ১৯:০০

বক্তব্য দিচ্ছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। ছবি: সারাবাংলা

পঞ্চগড়: পঞ্চগড়ের গণমাধ্যমকর্মীদের ঐতিহ্যবাহী সংগঠন পঞ্চগড় প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দিনভর পঞ্চগড় জেলা প্রশাসন ইকো পার্কে ওই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা জামায়াতে সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, পিপি অ্যাডভোকেট আদম সুফি, ইসলামী আন্দোলনের সহ-সভাপতি ক্বারী মুহাম্মদ আব্দুল্লাহ ও খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মো. তুহিন।

বিজ্ঞাপন

সভায় বক্তব্য দেন পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, পঞ্চগড় প্রেসক্লাবের পরিচিতি সভা প্রস্তুতিমূলক কমিটির আহবায়ক ও সহ-সভাপতি সামসউদ্দীন চৌধুরী কালাম, সাংগঠনিক সম্পাদক ইনসান সাগরেদ প্রমুখ।

অনুষ্ঠানে পঞ্চগড় প্রেসক্লাবের নবগঠিক কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর