Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান বিচারপতির সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৮ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ২০:৫৬

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ও বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।

ঢাকা: প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে প্রধান বিচারপতির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের সময় রাষ্ট্রদূত লোটজ প্রধান বিচারপতির শপথ গ্রহণের পর বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন উদ্যোগ এবং সেগুলোর সফল বাস্তবায়নের প্রশংসা করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিচার বিভাগের কার্যক্রম আরও সুসংহত করতে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় প্রধান বিচারপতির অক্লান্ত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন জার্মান রাষ্ট্রদূত।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির প্রদর্শিত দিকনির্দেশনা আগামী দিনে দেশের বিচার ব্যবস্থার জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।

রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশে একটি শক্তিশালী ও স্বাধীন বিচার বিভাগ গড়ে তুলতে জার্মানি সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

এ সময় প্রধান বিচারপতি আইনের শাসন প্রতিষ্ঠায় তার অঙ্গীকার বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার কথা রাষ্ট্রদূতকে জানান।

এ ছাড়া উভয় দেশের বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জার্মানির বিচার বিভাগের মধ্যে মিথস্ক্রিয়া ও সহযোগিতা বৃদ্ধার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর