বরিশাল: বরিশালের বাবুগঞ্জে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা।
স্থানীয় জনগণকে ‘চাঁদাবাজ’ আখ্যায়িত করে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার প্রতিবাদে বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে বাবুগঞ্জ-মীরগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারে স্থানীয়দের অংশগ্রহণে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। উপজেলার লোহালিয়া গ্রাম থেকে শুরু হওয়া মিছিলটি মীরগঞ্জ ফেরিঘাটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিলকারীরা জানান, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বাবুগঞ্জের স্থানীয় জনগণকে ‘চাঁদাবাজ’ হিসেবে আখ্যায়িত করে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। তিনি কী কারণে এমন বক্তব্য দিলেন জানতে চান তারা। পাশাপাশি স্থানীয়দের নিয়ে কটূক্তির প্রতিবাদ এবং ব্যারিস্টার ফুয়াদের বিচারও দাবি করেন বিক্ষোভকারীরা।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি বরিশালের রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ছিল। এতে উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং নৌ পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।
ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ফুয়াদ উপস্থিত গণমাধ্যমকর্মীদের দেওয়া বক্তব্যে বলেন, ‘রাজনৈতিক ছদ্মাবরণে সেতু নির্মাণের ঠিকাদার প্রতিষ্ঠান চায়না ব্রিজ কনস্ট্রাকশন কোম্পানির কাছে চাঁদা চাওয়া হচ্ছে। পাথর-বালু, রড-সিমেন্ট সরবরাহ কাজ পেতে ঠিকাদার প্রতিষ্ঠানকে চাপ দেওয়া হয়। এটা অব্যাহত থাকলে নির্মাণকাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।’
বক্তব্য দেওয়ার পরই বিএনপি নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন। বক্তব্য ‘মিথ্যা ও উদ্দেশ্যেপ্রণোদিত’ অভিযোগ তুলে তার কাছে কৈফিয়ত চাওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন সিকদার, কেদারপুর ইউনিয়নের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান খোকন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিনসহ অনেকে।
তখন এবি পার্টির নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়। পরিস্থিতি প্রতিকূলে বুঝতে পেরে ফুয়াদ হেঁটে তার গাড়ির দিকে রওনা হন। তখন বিএনপি নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’সহ তাকে উদ্দেশ্য করে স্লোগান দিয়ে পিছু পিছু যান। ফুয়াদ চলে যাওয়ার পর ওই এলাকায় বিক্ষোভ করেন বিএনপি নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় বুধবার মিরগঞ্জ ফেরিঘাট এলাকায় ঝাড়ু মিছিল করে নারীরা।
প্রসঙ্গত, মুলাদী-বাবুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৩ আসনে এবি পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ফুয়াদ।