Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমিতে মাটি কাটতে বাধা, কৃষককে পিটিয়ে মারল মামাতো ভাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ২০:৪৯ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ০০:৫৭

মরদেহ। প্রতীকী ছবি

রংপুর: রংপুরের কাউনিয়া উপজেলায় জমিতে মাটি কাটতে বাধা দেওয়ায় মামাতো ভাই ও তার লোকজনের লাঠি-লোহার রডের আঘাতে খোকা মিয়া (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে জাকির হোসেন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

জানা যায়, ঘটনার সূত্রপাত হয় শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের পশ্চিম খোপাতি গ্রামে। নিহত খোকা মিয়া ওই গ্রামের মৃত হামেদ আলীর ছেলে।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক জানান, খোকা মিয়ার সঙ্গে তার মামাতো ভাই ইজার উদ্দিনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে ইজার উদ্দিন ও তার লোকজন জোরপূর্বক খোকার জমিতে মাটি কাটার চেষ্টা করেন। বাধা দিলে তারা লাঠি ও লোহার রড দিয়ে খোকা মিয়াকে মারধর করেন, যাতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

বিজ্ঞাপন

খোকার চিৎকার শুনে তার ছেলে জাকির হোসেন (৩৫) ও স্ত্রী শরিফা বেগম (৪৫) এগিয়ে গেলে তাদেরকেও মারধর করা হয়। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে খোকা মিয়া মারা যান। জাকির ও শরিফা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি নজমুল হক আরও জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন এবং তাদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

বিজ্ঞাপন

আজ কুষ্টিয়া মুক্ত দিবস
১১ ডিসেম্বর ২০২৫ ১৩:০৭

আরো

সম্পর্কিত খবর