ঢাকা: বিয়ে ও তালাক নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণভাবে ডিজিটালাইজ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে দেশের সব নাগরিক যাতে এই ডিজিটাল ব্যবস্থার সুবিধা পায়, তা নিশ্চিত করতে সরকারকে পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রিটকারীদের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান ও অ্যাডভোকেট তানজিলা রহমান।
এর আগে ২০ নভেম্বর বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজেশন নিয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ হয় এবং রায় দেওয়ার জন্য আজকের দিন নির্ধারিত ছিল।
২০২১ সালের ৪ মার্চ বিয়ে ও তালাক নিবন্ধন প্রক্রিয়ায় প্রতারণা ঠেকানো ও পারিবারিক মর্যাদা রক্ষার দাবি জানিয়ে চার ভুক্তভোগীর পক্ষে রিট দায়ের করেন আইনজীবী ইশরাত হাসান। ওই রিটে বলা হয়, বিয়ে ও তালাকের তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করলে প্রতারণা কমবে এবং নাগরিকদের অধিকার সুরক্ষিত হবে।
রিটের পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ২২ মার্চ বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ রুল জারি করে জানতে চান, বিয়ে ও তালাক নিবন্ধনের জন্য কেন্দ্রীয় একটি ওয়েবসাইট কেন তৈরি করা হবে না। আজ ওই রুলের চূড়ান্ত নিষ্পত্তি করে হাইকোর্ট ডিজিটালাইজেশনের নির্দেশ দিলেন।