Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ হাজার টাকার জন্য মা-মেয়েকে হত্যা করে গৃহকর্মী

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ১৩:৪০ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৫

গ্রেফতার গৃহকর্মী আয়েশা।

ঢাকা: দুই হাজার টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে সুইচ গিয়ার ও চাকু দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গৃহিণী লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) হত্যা করে গৃহকর্মী আয়েশা। রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত মা-মেয়ে হত্যা মামলায় গ্রেফতার গৃহকর্মী জিজ্ঞাসাবাদে পুলিশকে এসব কথা জানিয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, দুই হাজার টাকা চুরি করায় লায়লা আফরোজ আয়েশাকে পুলিশে দেওয়ার ভয় দেখান ও রাগারাগি করেন। এই ঘটনায় পরদিন সকালে সুইচ গিয়ার ও চাকু নিয়ে ওই বাসায় প্রবেশ করে লায়লা আফরোজকে এলোপাথাড়ি কোপায় গৃহকর্মী। তখন মেয়ে নাফিসা ঘুমিয়ে ছিল। সে শব্দ পেয়ে জেগে উঠে ইন্টারকমের মাধ্যমে সিকিউরিটিকে জানাতে গেলে মেয়েকেও আঘাত করে গৃহকর্মী আয়েশা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম।

পুলিশ কমিশনার আরও বলেন, ‘তাদের কুপিয়ে হত্যা করার পর বাসা থেকে ল্যাপটপ ও মোবাইল নিয়ে পালিয়ে যায় আয়েশা। এরপর মোবাইল সিংগাইর ব্রিজ থেকে নদীতে ফেলে দেয়। হত্যাকাণ্ডের রাতে গৃহকর্মী আয়েশা তার মায়ের বাসায় ছিল। পরদিন সকালে স্বামী জামাল সিকদারসহ সে ঝালকাঠির নলছিটি উপজেলার চরকারা গ্রামে চলে যায়। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি করা ল্যাপটপ উদ্ধার হয়।

উদ্ধার হওয়া ল্যাপটপ, সোনার গহনা ও ছুরি।

চুরির বিষয়ে নজরুল ইসলাম বলেন, ‘আয়েশার ভেতর স্পষ্ট ক্রিমিনাল ইন্টেনশন আছে। আয়েশার গলায় পোড়া দাগ রয়েছে। এর ভিত্তিতেই আমরা সহজেই তাকে চিহ্নিত করি। তার এই পোড়া দাগ নিয়ে দুই ধরনের তথ্য আছে, একটি হলো মায়ের সঙ্গে রাগারাগি করে নিজে আগুন দিয়েছে এবং আরেকটি এক বাসায় কাজ করার সময় চুলা থেকে আগুন লেগে পুড়ে যায়। চুরির দায়ে গৃহকর্মী আয়েশা এর আগে থানায় ধরা পড়েছিল। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় জিডি ছিল। আগেও সে আরেক বাসা থেকে আট হাজার টাকা চুরি করেছিল। এমনকি তার বোনের বাসা থেকেও চুরি করেছিল।

তবে গৃহকর্মী আয়েশাকে নিয়ে আরও তদন্ত চলছে। তাকে রিমান্ডে আনার পর এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে বলে প্রেস ব্রিফিংয়ে জানান পুলিশ কমিশনার।

এর আগে, গত সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসা থেকে মা লায়লা আফরোজ ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় গত সোমবার নাফিসার বাবা আজিজুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় গৃহকর্মী আয়েশাকে আসামি করে মামলা করেন।

বিজ্ঞাপন

টাঙ্গাইল হানাদারমুক্ত দিবস আজ
১১ ডিসেম্বর ২০২৫ ১৪:১৯

আরো

সম্পর্কিত খবর